পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কর্নাটক ফেরত শ্রমিকদের হোম কোয়ারান্টাইনে রাখল উত্তর দিনাজপুর স্বাস্থ্য দপ্তর - বিন্দোল হোমে

By

Published : Mar 22, 2020, 6:37 PM IST

কর্নাটক থেকে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরছিলেন 25 জন শ্রমিক ৷ বাড়ি ফেরার পথে তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ বিন্দোল হোম কোয়ারেনটাইন এ পাঠাল জেলা স্বাস্থ্য দপ্তর ৷ জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান,‘‘এঁরা সকলেই উত্তরদিনাজপুরের বিভিন্ন ব্লকের বাসিন্দা ৷ বিন্দোল হোমে কোয়ারানটাইনে রাখা হবে ৷ সেখানে তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে ৷''

ABOUT THE AUTHOR

...view details