দুর্গাপুর ব্যারেজে চলছে বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরির কাজ
দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে গেলেও এখনও পর্যন্ত গেট সারাইয়ের মূল কাজ শুরু করা যায়নি ৷ এর প্রধান কারণ 31 নম্বর লকগেট যেদিকে অবস্থিত দুর্গাপুর ব্যারেজের সেই দিকটি একেবারে নিচু অংশ ৷ এই অংশে জমা জল থাকার কারণে কাজ শুরু করা যাচ্ছে না ৷ 31 নম্বর লকগেটের এই এলাকাকে বালির বাঁধ দিয়ে জলশূন্য করার পর সারাইয়ের কাজ শুরু করতে পারবেন বলে জানাচ্ছেন রাজ্য সেচ দপ্তর ও দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়াররা ৷ তাই মঙ্গলবার সকাল থেকে বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে , দুপুরের মধ্যেই বাঁধ দেওয়ার কাজ শেষ হবে ৷