Puja Parikrama : রামপুরহাটে দোলা কাঁধে মাতৃ আরাধনার সূচনায় মহিলারা - puja
মহিলা পরিচালিত রামপুরহাটের কালীসাঁড়া নাগরিক কমিটির দুর্গাপুজো ৷ চাঁদা তোলা থেকে, পুজোর যাবতীয় কাজ সবেতেই অংশগ্রহণ করেন এলাকার মহিলারা ৷ সপ্তমীর সকাল থেকেই সাড়ম্বরে নবপত্রিকা স্নান থেকে শুরু করে পুজো, সবটা একা হাতে সামলাচ্ছেন এই দুর্গারা ৷ দোলা কাঁধে নিয়ে মাতৃ আরাধনা শুরু করলেন তাঁরা ৷