বাইকে ধাক্কা, বাসে ভাঙচুর মহিলার - বাঁশ হাতে বাসে ভাঙচুর মহিলার
ট্রাফিক সিগন্যালে বাইকের পিছনে ধাক্কা মারে একটি বাস । এর জেরে অল্পের জন্য রক্ষা পান ওই বাইক আরোহী । কিন্তু, এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । সেই সময় এক মহিলা বাঁশ দিয়ে বাসটিতে ভাঙচুর চালান । বর্ধমান শহরের বাদামতলা সংলগ্ন GT রোডের ঘটনা ।