ফোনে অশালীন কথা, এক ব্যক্তিকে মহিলার চড়-থাপ্পড়-লাঠির বাড়ি - ভাইরাল ভিডিয়ো
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে মহিলার চড়-থাপ্পড়-লাঠির বাড়ি ৷ ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ জামুরিয়ায় আখলপুর মোড়ের ঘটনা ৷ অভিযোগ, মহিলাকে ফোনে অশালীন কথা বলত ওই ব্যক্তি ৷ ফোন করে দেখা করতেও বলে সে ৷ জামুরিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে ৷