নেই সংখ্যাগরিষ্ঠতা, তালা ভেঙে পৌরসভা দখল চন্দ্রকোনায় - West Midnapur
আস্থা ভোট করে পৌরসভা দখলে আনে BJP । পরদিনই পুলিশ নিয়ে গিয়ে তালা ভেঙে পৌরসভা পুর্নদখল করল তৃণমূল । ঘটনাটি চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভার । 'দখল'-এর নেতৃত্বে তৃণমূল নেতা নির্মল চৌধুরি । বললেন, "ওঁরা কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে গেছে । আগামীকাল থেকে স্বাভাবিকভাবেই পৌরসভায় কাজ হবে ।" ঘটনাটিকে বেআইনি বলছে BJP । দেখুন ভিডিয়ো ..