ডাং-গুলি খেলা হবে, কিন্তু খেলব কাদের সঙ্গে : রাজু - PARIVARTAN YATRA
মঙ্গলবার দুর্গাপুরের বিজেপির চায়ে পে চর্চায় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় । বলেন, " আমরাও বলছি খেলা হবে । ডাং-গুলি খেলা হবে । কিন্তু খেলব কাদের সঙ্গে?"এদিকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন," এসব কথার প্রতিক্রিয়া দেওয়া আমি পছন্দ করি না । কেউ কেউ নিজে হাইলাইট করতে এসব মন্তব্য করছে ।