হাসপাতালে ঢোকার মুখে সারা শরীর স্যানিটাইজ করা হোক : অধীর - অধীর চৌধুরী
হাসপাতালে মোবাইল নিয়ে যাওয়া বন্ধের নির্দেশকে এবারে কটাক্ষ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরি৷ এদিন তিনি এপ্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলব, একটা কথা আছে বাংলায় বজ্র আঁটুনি ফসকা গেরো৷ সারা রাজ্য জুড়ে লক ডাউন যেভাবে মানা হচ্ছে না, লকডাউনকে যেভাবে তুড়ি মেরে ওড়ানো হচ্ছে তার বিরুদ্ধে যদি সরকার সচেতন হত, তাহলে অনেক বেশি বাংলার মানুষ উপকার পেত ৷ স্বাস্থ্য পরিষেবার জন্য কাজের হত ৷" পাশাপাশি তিনি বলেন, "প্রতিটা হাসপাতালে পুরো দেহ স্যানিটাইজ করা হোক ৷ দিল্লি, বেঙ্গালুরুতে এই পদ্ধতি রয়েছে৷ এরাজ্যে এই পদ্ধতি চালু করা হলে হাসপাতালে আর মোবাইল নিষিদ্ধ করা হত না৷"