"আমরা কারা ? লক্ষ্মী ছেলে" , স্লোগান আন্দোলনকারী ডাক্তারদের - meeting
আমরা কারা ? লক্ষ্মী ছেলে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর এখন এই স্লোগানই শোনা যাচ্ছে NRS হাসপাতাল চত্বরে । আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় NRS-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের । বৈঠক চলাকালীন মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের লক্ষ্মী ছেলে বলে সম্বোধন করেন । আর তারপর থেকেই NRS চত্বরে শোনা যাচ্ছে এই স্লোগান । উল্লেখ্য, NRS-এর ঘটনার পর মমতা ব্যানার্জি যখন জুনিয়র ডাক্তারদের বহিরাগত বলেছিলেন , তখন মমতা ব্যানার্জির এই মন্তব্যর প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা স্লোগান দিয়েছিলেন "আমরা কারা ? বহিরাগত । "
Last Updated : Jun 17, 2019, 7:46 PM IST