পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যেদিন সত্যি মারতে আরম্ভ করব ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না : দিলীপ - চায় পে চর্চা

By

Published : Dec 26, 2020, 2:37 PM IST

"যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করব ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না।" ফের একবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাঙড় বিধানসভার বামনঘাটা এলাকায় "চায় পে চর্চা" অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বললেন দিলীপ ঘোষ। পাশাপাশি আজ সভা থেকে আগামীদিনে নবান্ন দখলের কথা বলেন তিনি ৷ বলেন, "আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে নবান্নে বিজেপি মুখ্যমন্ত্রী বসবে।"

ABOUT THE AUTHOR

...view details