কোরোনার থাবা কতটা পড়বে অর্থনীতিতে ? - coronavirus news
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তিন সপ্তাহব্যাপী লকডাউন ৷ বন্ধ রয়েছে রেল ও বিমান পরিষেবা ৷ থমকে দাঁড়িয়েছে অর্থনীতিও ৷ ধুঁকতে থাকা দেশীয় অর্থনীতির উপর কোরোনার থাবা কতটা পড়বে ? কী বলছেন অর্থনীতিবদ মৈতাই ঘোষ ৷