পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানতে চাই প্রধানমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা চলছে : বাবুল সুপ্রিয় - বাবুল সুপ্রিয়

By

Published : Sep 17, 2019, 8:51 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই আক্রমণ করেছে বিরোধীরা ৷ গতকাল সল্টলেকে এক অনুষ্ঠানে BJP সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করা নিয়ে আলোচনা হচ্ছে, সোশাল মিডিয়ায় মিম তৈরি হচ্ছে ৷ এটা বাঙালির কাছে অত্যন্ত দুঃখ ও লজ্জার দিন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতেই পারেন ৷ কিন্তু দেখুন অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে ৷ তা নিয়ে সোশাল মিডিয়ায় #saverajeev মিম চলছে ৷ অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন যাতে রাজীব কুমারকে ছাড় দেওয়া হয় ৷ আমি শুধু মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানতে চাই, কখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং কী বিষয়ে আলোচনা চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details