প্রিয় বিধায়কের মৃত্যুতে CBI তদন্তের দাবি দেবেন মোড়ের বাসিন্দাদের - Hematabad MLA death
নিজে উদ্যোগে বেকারদের স্বার্থে হেমতাবাদ বিধানসভা এলাকার বালিয়াদিঘিতে একের পর এক দোকান তৈরি করেছিলেন বিধায়ক দেবেন্দ্রনাথ রায় । পরে তাঁর সম্মানে সেই এলাকার নাম দেওয়া হয় দেবেন মোড় ৷ সেখানেই আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হযেছে । তাঁর মৃত্যুর পর থেকেই ওই এলাকা কার্যত বনধের চেহারা নিয়েছে ৷ কয়েকজন ব্যবসায়ী বলেন, দেবেনবাবু খুব ভালো মনের মানুষ ছিলেন ৷ তাঁদের সন্দেহ দেবেনবাবু আত্মহত্যা করেননি ৷ তাঁকে হত্যা করা হয়েছে ৷ এই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷