ই-পঞ্চায়েতে দেশে তৃতীয় বঙ্গ, সংশাপত্র হাতেই কেন্দ্রকে দুষলেন সুব্রত - third position in e-governance of Panchayat in the country
পঞ্চায়েতের ই-গভর্নেন্সে দেশে তৃতীয় স্থান অর্জন করল রাজ্যের পঞ্চায়েত দফতর । কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের পাঠানো মানপত্র দেখিয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্নেন্সে দেশে সেরার তালিকায় তৃতীয় স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ ৷ পঞ্চায়েত ভবনে সাংবাদিক সম্মেলন করে পুরস্কারের কথা ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । একহাতে তৃতীয় স্থানের মানপত্র নিয়েই আলাপন কাণ্ডে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি । বললেন, নজিরবিহীন ভাবে অসহযোগিতা করছে কেন্দ্র সরকার । আগে দেখেছি কেন্দ্র সবসময় সহযোগিতা করত । রাজ্যকে বিপদে ফেলা এবং অসহযোগিতা করার নজির বিজেপি সরকার তৈরি করল ।