বেকারত্বে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ : রাহুল সিনহা - মমতা বন্দ্যোপাধ্যায়
"বেকারত্বে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ ।" বললেন BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা । প্রসঙ্গত, আজই মুখ্যমন্ত্রী টুইট করেন, " জুন মাসে রাজ্যে বেকারত্বের হার 6.5 শতাংশ । যা দেশের 11 শতাংশের তুলনায় অনেক ভালো ।" এরই প্রেক্ষিতে নিজের মন্তব্য জানালেন রাহুল সিনহা । বললেন, "মিথ্যাচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিদ্ধহস্ত আর কেউ নেই ।"