পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টিভির লোকেদের কিনে নিয়েছে, মিথ্যাদেব আর কুৎসাদেবকে চেনে বিজেপি: মমতা - west bengal election 2021

By

Published : Feb 9, 2021, 2:04 PM IST

বিজেপি বিবেকানন্দ-রবীন্দ্রনাথ-চৈতন্য-বুদ্ধদেব চেনে না, চেনে মিথ্যাদেব আর কুৎসাদেবকে । মিথ্যে টিভি দেখাবে, টিভির লোকেদের কিনে নিয়েছে । মিথ্যে ভিডিয়ো দেখাবে । ওদের কথায় বিশ্বাস করবেন না । এরা ভণ্ড তপস্বীর দল । এরা কুৎসা করে, অপপ্রচার করে । কালনার জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details