চণ্ডীতলায় শেষ মুহূর্তের প্রচারে যশ - west bengal election 2021
বৃহস্পতিবার চণ্ডীতলায় শেষ মুহূর্তের প্রচার করলেন যশ দাশগুপ্ত ৷ 'ঘরের ছেলে' বিজেপি প্রার্থীকে পেয়ে আপ্লুত মানুষজন ৷ জমিয়ে সেলফি তুললেন প্রিয় তারকার সঙ্গে ৷ মিষ্টিও খাওয়ালেন ৷ বয়স্কদের পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা গেল তারকা প্রার্থীকে ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে বললেন, ‘‘হিন্দু-মুসলিম রাজনীতি বুঝি না ৷ আমার কাছে সবাই সমান ৷’’