পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উন্নয়ন নিয়ে যা বলার রাজ্যের মানুষ বলবেন : সুজিত - west bengal assembly election 2021

By

Published : Feb 6, 2021, 8:14 PM IST

দলত্যাগী নেতাদের নিয়ে কিছুই বলব না, উন্নয়ন নিয়ে যারা যা খুশি বলুক আসলে বলবে সাধারণ মানুষ । মানকরে নবনির্মিত অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধনের পরে সাংবাদিকদের বললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু । এবার আর পানাগড় অগ্নিনির্বাপণ বিভাগের উপর ভরসা করে থাকতে হবে না গলসি এক নম্বর ব্লককে । মানকরে অগ্নিনির্বাপন বিভাগ ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্বোধন করে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন,"বহুতল বিশিষ্ট আবাসনের জন্য দমকল বিভাগের রয়েছে ছয়টি ল্যাডার । বহুতল ভবনে অগ্নিসংযোগ ঘটলে উচ্চতা বিশিষ্ট এই ল্যাডারগুলির সাহায্যে খুব কম সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে ।

ABOUT THE AUTHOR

...view details