বহিরাগত প্রার্থী মানছি না, উলুবেড়িয়া পূর্বে বিক্ষোভ তৃণমূল কর্মীদের - we-are-not-accepting-outsider-candidates-tmc-supporters-protes-in-uluberia-east
'বহিরাগত' প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ, মিছিল উলুবেড়িয়ায় ৷ হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিধায়ক ইদ্রিস আলির পরিবর্তে নতুন মুখ বিদেশ বসুকে প্রার্থী করেছে শাসক দল । যার বিরুদ্ধে এদিন উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় বিক্ষোভ দেখালেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক ৷ তাঁদের দাবি, বহিরাগত কাউকে প্রার্থী করা যাবে না । অবিলম্বে ঘোষিত প্রার্থী প্রত্যাহার করে ভূমিপুত্র কাউকে প্রার্থী করতে হবে ।