পঞ্চায়েত অফিসে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে - পঞ্চায়েত অফিসে ভাংচুর, অভিযোগের তির বিজেপির দিকে
গতকাল বিকেলে ফালাকাটা ব্লকের পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়ত অফিসে বিনা প্ররোচনায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ওই বিজেপি সমর্থকরা 'প্রধানমন্ত্রী আবাস' যোজনার ভুয়ো তালিকা তৈরি করে সাধারণ মানুষকে উষ্কে গ্রাম পঞ্চায়েত অফিসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিলেন । এমনকি প্রধান অফিসে তালা ঝুলিয়ে ভাঙচুরও করে । ঘটনার খবর পেয়ে পুলিশ ও তৃণমূল সমর্থকরা ঘটনাস্থানে হাজির হন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷ পারঙ্গেরপার অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষ জানান," প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই 1,404 জনকে যদি ঘর বানিয়ে দেওয়া হয়, আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে দেব ৷ "