পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় কপিল মুনি আশ্রমে পুজো - মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 12, 2021, 6:50 PM IST

নন্দীগ্রাম বিধানসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মন্দিরে পুজো দিতে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি । নানা জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে শুরু করেছে পুজো অর্চনা । আজ গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সাগর পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল । পুজো দিয়ে তিনি বলেন, "রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করি । এই ঘটনার তদন্ত হওয়া উচিত এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।" এই দিন সাগরের কপিলমুনি মন্দিরের সামনে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত।

ABOUT THE AUTHOR

...view details