বাংলা নিজের মেয়েকেই চায়, গানের সুরে ভোটপ্রচারে জোড়াফুল - Trinamool Congress Election Campaign
পায়ে চিড় ৷ প্লাস্টার পড়েছে ৷ তাও থমকে যাননি ৷ ভাঙা পায়েই নেমে পড়েছেন প্রচারে ৷ সেই নিয়ে গানের সুরও বেঁধেছেন অনুগামীরা ৷ দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বারবার বহিরাগত বলে আক্রমণ করেছে তৃণমূল ৷ যেন বুঝিয়ে দিতে চেয়েছে বহিরাগতরা নয়, বাঙালিই চালাবে বাংলাকে ৷ বলা হয়েছে, বাংলা নিজের মেয়েকেই চায় ৷ থুড়ি, মমতাকেই চায় ৷