সাত সকালে ট্রেন পথে প্রচার শুরু তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের - পরেশ রাম দাস
শুক্রবার সকালে ট্রেনে প্রচার শুরু করলেন পরেশ রাম দাস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। ট্রেনে জন সংযোগ বৃদ্ধির মধ্যে দিয়েই শুরু করলেন ভোটের প্রচার । এদিন সকালে ক্যানিং স্টেশন থেকে সকাল ছ'টায় আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে তালদি স্টেশন পর্যন্ত যান তিনি । কথা বললেন ট্রেনের যাত্রীদের সঙ্গে । শুনলেন তাদের সমস্যা । দিলেন পাশে থাকার আশ্বাস । ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মে ও প্রচার করেন পরেশ । এই কেন্দ্রে এখনও কোনও বিরোধী দল প্রার্থী ঘোষণা করেনি। ফলে তাদের থেকে প্রচারে অনেকটাই এগিয়ে পরেশ। তিনি জানান, ক্যানিং পশ্চিম কেন্দ্রের বহু মানুষ প্রতিদিন সকালে কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়িতে বা এলাকায় গিয়ে তাদের দেখা মেলে না। তাই সেই সমস্ত মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির জন্য এই ট্রেন পথকে প্রচারের জন্য বেছে নিয়েছেন তিনি।