কাটমানি ও সন্ত্রাস মিশিয়ে তৃণমূল : বৈশালী - baishali dalmiya
সৎ লোকেদের তৃণমূল রাখতে চায় না । তাদের সরিয়ে দেওয়া হয় । যারা কাটমানি খায় না তাদের কালো পতাকা দেখায় । রাজীব বন্দ্যোপাধ্যায়ের রোডশো-তে তৃণমূলের কালো পতাকা দেখানো প্রসঙ্গে একথা বললেন বৈশালী ডালমিয়া । তিনি বলেন, "নেতাজির জন্মজয়ন্তীতে বেলুড়ে গোলাগুলি । এটাই হচ্ছে তৃণমূল। কাটমানি ও সন্ত্রাস মিশিয়ে ।"