"চমক" রাজ্য বাজেটের প্রতিবাদে বাঁকুড়ায় আদিবাসীদের বিক্ষোভ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু, সেই বাজেটে আদিবাসীদের উন্নয়নের জন্য বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন আদিবাসীরা । বাজেটকে চমক বললেন । প্রতিবাদে আদিবাসীরা গতকাল বাঁকুড়া ঝাড়গ্রামের 9 নম্বর জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন । দাবি, অর্থনৈতিক মানদণ্ডে আমাদের উন্নয়ন বিচার করার প্রয়োজন নেই, বরং আদিবাসীদের উন্নয়ন করা হোক গুণগত কী পরিবর্তন হচ্ছে তা বিচার করা হোক । আদিবাসীদের জন্য এই বাজেট পেশ, এটা ভোটের আগে একটা চমক মাত্র । তাই চমক না দিয়ে বাস্তবায়ন করা হোক ।