নন্দীগ্রামে মমতা আহত হন, প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূলের ধিক্কার মিছিল - দার্জিলিংয়ে ধিক্কার মিছিল
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রামে তৃণমূল নেত্রী আহত হন । তৃণমূল সমর্থকরা এটা হামলা বলে অভিযোগ করেন । তারই প্রতিবাদে মিছিল ও দ্রুত আরোগ্য কামনায় পুজো দিলেন দলীয় নেতৃত্বরা । এমনই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে । দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায় বলেন, "নন্দীগ্রামে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে সেটা সত্যিই ন্যাক্কারজনক । তারই প্রতিবাদে আমরা আজ ধিক্কার মিছিলের আয়োজন করেছি । নির্বাচনের আগে আমাদের নেত্রীকে জখম করার চেষ্টা করেছে বিজেপি । কিন্তু এভাবে ক্ষমতায় আসা কোনওভাবেই সম্ভব নয় ।"
Last Updated : Mar 11, 2021, 7:27 PM IST