তৃণমূল কর্যালয়ে ভাঙচুর, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দিনহাটায় - west bengal assembly election 2021
দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কার্যালয়ে হামলা ও অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে দিনহাটার তৃণমূল কংগ্রেস কর্মীরা । দুপুর ১২ টা থেকে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। দিনহাটার তৃনমূল ব্লক সভাপতি বিশ্বনাথ দে আমিন বলেন," বিজেপির দুষ্কৃতিরা তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়ে রবীন্দ্রনাথ ,নজরুল ইসলামের ছবি ভেঙে দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়ে দিয়েছে ৷" পাশাপাশি দিনহাটার অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ৷ পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে ঘণ্টাখানেক ধরে অবস্থান বিক্ষোভ করে তারা ৷