পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জামুড়িয়া ঢাক বাজিয়ে খেলা হবে স্লোগানে ভোট প্রচার করলেন হরেরাম সিং - Hareram Singh

By

Published : Mar 17, 2021, 4:23 PM IST

জামুড়িয়ায় 'খেলা হবে' স্লোগানে শুরু হল তৃণমূলের ভোট প্রচার । পশ্চিম বর্ধমানের জামুড়িয়া কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী হরেরাম সিং । এদিন তিনি ঢাক বাজিয়ে 'খেলা হবে' স্লোগানে শুরু করেন ভোট প্রচার । জামুড়িয়ার 9 নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে হরেরাম সিং জানিয়েছেন, " জামুড়িয়ায় ত্রিমুখী লড়াই হবে । বিজেপি এখনও প্রার্থী দিতেই পারল না । সিপিএমের লাল দুর্গকে ভেঙে তৃণমূল তা দখল করবে আগামী দিনে । "

ABOUT THE AUTHOR

...view details