ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

video thumbnail

ETV Bharat / videos

কংগ্রেসে তৃণমূলের ব্লক সভাপতি, মমতার দলের প্রতি বীতশ্রদ্ধ; বললেন অধীর - কংগ্রেসে তৃণমূলের ব্লক সভাপতি

author img

By

Published : Mar 6, 2021, 7:36 PM IST

তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই দলত্যাগের হিড়িক পড়ল মুর্শিদাবাদে । শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি নাসির সেখ কংগ্রেসে যোগ দিলেন ৷ তাঁর সঙ্গে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী এদিন কংগ্রেসে যোগ দিলেন । এদিন তৃণমূল ছেড়ে নেতা কর্মীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদান পর্ব চলল । অধীর চৌধুরী বলেন, "তৃণমূলে যারা সততার সঙ্গে কাজ করছিলেন তাঁদের প্রার্থী করা হচ্ছে না ৷ যার টাকা আছে, গুলি-বন্দুক আছে, তাকে প্রার্থী করা হচ্ছে ৷ মানুষগুলো ভেবেছেন কংগ্রেসে এলে সম্মানের সঙ্গে রাজনীতি করা যাবে, তাই তারা কংগ্রেসে যোগ দিচ্ছেন ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details