খেলা দেখাবে এবার কেন্দ্রীয় বাহিনী : জয়প্রকাশ - Jay Prakash Majumdar
মমতা-অভিষেককে আক্রমণ করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "পিসি-ভাইপোর রক্তের তৃষ্ণা মেটে না । বাংলাকে রক্ষা করতে বিজেপির 130 জন কার্যকর্তা প্রাণ দিয়েছেন । দরকার হলে আরও প্রাণ দেব । 2-5 হাজার প্রাণ দেবে । তবে রক্তের খেলা খেলতে দেব না । তৃণমূলের গুণ্ডা বদমায়েশদের খেলা দেখাবে কেন্দ্রীয় বাহিনী । অনুব্রতবাবু বলেছেন পাচনের কথা, আর সেই পাচন এবার থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে ।" তিনি তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, যদি মারাত্মক খেলার জন্য বাড়ি থেকে বেরোন, তাহলে মনে রাখবেন ফেরার পথ সোজা বাড়ি নাও হতে পারে । হাসপাতাল ঘুরে আসতে হতে পারে । খেলা খেলা বলে ভয় দেখাবেন না । সাধারণ মানুষের অধিকার, ভোটের অধিকার ।"