পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সল্টলেকে ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ছে : সায়ন্তন - বিধানসভা নির্বাচন 2021

By

Published : Feb 17, 2021, 3:20 PM IST

"সল্টলেকে ভুয়ো ভোটারের সংখ্যা বেড়েছে" আজ চায় পে চর্চা অনুষ্ঠানে এসে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি আরও বলেন, " সল্টলেকের বেশ কিছু জায়গায় ফলস ভোটারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে । এবিষয়ে কে বি কে সি এবং বেশ কিছু সরকারি আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি । ফলস ভোটার তারাই, যারা তৃণমূলের হয়ে ভোট দেয় অথচ এখানে থাকেনা ৷ তাদের নামটা বাদ দিতে হবে । সল্টলেকের কিছু ফাঁকা প্লটে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামও উঠে এসেছে ।" অমিত শাহের ফের বঙ্গে আগমন প্রসঙ্গে তার মন্তব্য," কলকাতা জোনের পরিবর্তন যাত্রা কাল থেকে শুরু হবে । তাই তাই আসছেন ।"

ABOUT THE AUTHOR

...view details