মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় শুভেন্দুর নিশানায় 'চাল চোর' সরকার - Rath Yatra in Midnapore
পরিবর্তন যাত্রার ট্যাবলো প্রবেশ করল মেদিনীপুর শহরে । এদিন খড়গপুর রোড থেকে মোহনপুর দিয়ে মেদিনীপুরে প্রবেশ করে ট্যাবলো ।এই ট্যাবলো থেকে পরিবর্তনের ডাক দেন শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষসহ প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ। শহরের মোহনপুর, নতুন বাজার জুগনি তোলা, কেরানিতলা সহ প্রায় 10 টি পয়েন্টে এই পরিবর্তন যাত্রাকে ফুল মালা দিয়ে সম্বর্ধনা জানালেন বিজেপি সমর্থকরা ।
Last Updated : Feb 12, 2021, 9:46 PM IST