পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপিতে জায়গা হয় কোকেন ব্যবসায়ী, ড্রাগ পাচারকারীদের : সুজাতা - "বিজেপিতে সৎ মহিলাদের জায়গা হয় না ; জায়গা হয় কোকেন ব্যবসায়ী, ড্রাগ পাচারকারীদের" সুজাতা মণ্ডল

By

Published : Feb 22, 2021, 10:50 PM IST

"বিজেপিতে সৎ মহিলাদের জায়গা হয় না ৷ জায়গা হয় কোকেন ব্যবসায়ী, ড্রাগ পাচারকারীদের ৷ অনেক বড় বড় রাঘব বোয়ালও এর পিছনে আছে ৷ সেই কারণে আমি ঘেন্নায় দল থেকে বেরিয়ে এসেছি ৷ " এদিন আলিপুরদুয়ার শোভাগঞ্জ এলাকার সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগেন সুজাতা মণ্ডল ৷ সিবিআইকে "বিজেপির বাপের জমিদারি সংস্থা" বলে কটাক্ষ করেন তিনি ৷ বলেন," সিবিআইকে নিরপেক্ষ সংস্থা থাকতে দেয়নি বিজেপি ৷ ভোটের আগে এটা বিজেপির ছলা-কলা ৷ "

ABOUT THE AUTHOR

...view details