পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টাকলু, পেট মোটা অনেক আছেন, দাঙ্গা লাগাচ্ছে... - Sujata Mondal khan at Cooch Behar

By

Published : Feb 21, 2021, 7:41 PM IST

Updated : Feb 21, 2021, 9:00 PM IST

ফের একবার বিজেপিকে কটাক্ষ করলেন সুজাতা মণ্ডল খাঁ ৷ এদিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন তিনি ৷ এদিন তিনি বলেন, "বিজেপি মানে "ভারতীয় জালি পার্টি, ভারতীয় জুমলা পার্টি" । এঁদের কাজ সাম্প্রদায়িক অশান্তি ঘটানো । এরা এ রাজ্যে অশান্তি করতে চাইছে ।" কোচবিহারে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন তিনি ৷ পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, "একজন দাড়ি রেখে রবীন্দ্রনাথ সাজতে চাইছেন । রামছাগলের দাড়ি আছে ।"
Last Updated : Feb 21, 2021, 9:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details