সুদীপ্তর স্মৃতি উস্কে দিল মইদুলের মৃত্যু - Maidul Islam Midda died
2013 সালের ক্ষততে পড়েনি প্রলেপ ৷ সেই স্মৃতি উসকে দিল আবারও ৷ 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানে শামিল হয়েছিলেন বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্দা ৷ অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে আহত হন তিনি ৷ ভরতি করা হয় হাসপাতালে ৷ আজ সকালে মৃত্যু হয় হয় তাঁর ৷ ঘটনার নিন্দায় সরব ডান-বাম সব পক্ষই ৷