পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 6, 2021, 8:13 PM IST

ETV Bharat / videos

ধার করে ভোট করার পরিকল্পনা রাজ্যের শাসক দলের, অভিযোগ তন্ময়ের

আজ বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেস্পন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট আমেন্ডমেন্ট বিল পাশ হয়। এই প্রসঙ্গে আজ সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, "বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় 1 লাখ 85 হাজার কোটি টাকা ঋণ ছিল । বর্তমান সরকার ইতিমধ্যেই 5 লাখ কোটি টাকা ঋণ করে ফেলেছে । 56 হাজার কোটি টাকা বলে 63 হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ করেছে বর্তমান সরকার । রাজ্যের মোট উৎপাদনের 3 শতাংশ ঋণ নেওয়া যেত এতদিন । এবার থেকে তা বাড়িয়ে করে দেওয়া হল 5 শতাংশ । পরের সরকারের ঘাড়ে এসে পড়বে এই সরকারের ঋণের দায় । বাজার থেকে টাকা ধার নিয়ে ভোট করার পরিকল্পনা থেকেই এই বিল পাশ করানো হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details