সিবিআই, ইডির ভয়েই দুর্নীতিবাজদের একাংশ তৃণমূল ছাড়ছে, কটাক্ষ জোতিপ্রিয়র - "সিবিআই,ইডির ভয়েই দুর্নীতিবাজদের একাংশ তৃনমূল ছাড়ছে" কটাক্ষ জোতিপ্রিয় মল্লিকের
কী দরকার ছিল সারদা দুর্নীতির সাথে যুক্ত হওয়ার ? কেনই বা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স চিঠি পাঠাচ্ছে ? দলত্যাগী তৃণমূল নেতাদের কটাক্ষ করে এমনই বললেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বিকেলে বারাসতে টিএমসিপি-র এক কর্মসূচিতে হাজির হন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "ইডি, সিবিআইয়ের চিঠি পাচ্ছে দুর্নীতিবাজদের একাংশ । সেই ভয়েই তারা দল ছেড়ে পালাচ্ছে ৷"