বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্ব আখেরে তৃণমূলেরই লাভ : শান্তিরাম মাহাত - west bengal assembly election
বলরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হন শান্তিরাম মাহাত । আজ সার্কিট হাউজ় মোড় থেকে কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে পৌঁছান । মনোনয়ন পত্র জমা দেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "জেতার ব্যাপারে 100 শতাংশ আশাবাদী । বিরোধীদের মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তা আমাদের দলেরই আখেরে লাভ হবে ।"