পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তার কাজের সূচনায় মন্ত্রী - road construction in coochbehar
কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানা 1 নম্বর অঞ্চলের জায়গীর চিলাখানা কালীবাড়ি এলাকায় নতুন পাকা রাস্তার কাজ শুরু হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা হয় । মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে 33 লাখ টাকা খরচ করে 1200 মিটার পাকা রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে । রাস্তাটি বেড মেটালের ছিল ।