স্বপন দাশগুপ্তর সমর্থনে প্রচারে রেলমন্ত্রী - তারকেশ্বর
তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর সমর্থনে পথসভা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তারকেশ্বর সংলগ্ন এলাকায় সভা করেন রেলমন্ত্রী । সভা থেকে তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি । বলেন, "টিএমসি মানে, টেররিজ়ম অর্থাৎ সন্ত্রাস, এম মানে মিস ম্যানেজমেন্ট অর্থাৎ অব্যবস্থা এবং সি মানে করাপশন অর্থাৎ দুর্নীতি ।"