দিলীপ ঘোষের "চামড়া গুটানো"-র রব উঠল বর্ধমানের জামালপুরে - 'দিলীপ ঘোষের চামড়া, গুটিয়ে দেব আমরা' রব উঠল বর্ধমানের জামালপুরে
নির্বাচন যত এগিয়ে আসছে , বিরোধী পক্ষ একে অপরকে বিদ্ধ করছে নানা স্লোগানে ৷ এদিন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের জনসভাকে ঘিরেও এরকমই স্লোগান শোনা গেল বর্ধমান জেলার জামালপুরে ৷ স্লোগান উঠল, "দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা ৷" এই বিষয়ে তাঁর মন্তব্য, " আমি এরকম কোনও স্লোগান শুনিনি ৷ " এছাড়াও শোনা গিয়েছে, "বিজেপির কালো হাত ভেঙে দাও , গুঁড়িয়ে দাও" ৷ ফিরহাদ হাকিমের বড় মেয়েকে সিবিআই তলব প্রসঙ্গে মলয় ঘটককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি ৷