রাজনীতিতে সৌরভকে দেখছেন না, মমতার ক্যাপ্টেন্সিতে খেলতে চান প্রসূন - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ৷ আজ সেপ্রসঙ্গে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "সৌরভ ভাল ছেলে ৷ ওর রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা নেই ৷" ভোটের আগে রাজনীতিতে যোগ দিয়েছেন একঝাঁক তারকা ৷ সে প্রসঙ্গে বললেন, " রাজনীতিতে যত শিক্ষিত মানুষ আসবে তত ভাল ৷ আমি চাই রাজনীতিতে ভাল লোক আসুক ৷ কারণ রাজনীতি ভীষণ খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে মারাদোনার সঙ্গে তুলনা করে উনি বললেন, " ওনার মত একজন ক্যাপ্টেন পেয়েছি, খেলা হবে " ৷
Last Updated : Mar 4, 2021, 5:30 PM IST