পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অন্তর্দ্বন্দ্ব না ষড়যন্ত্র ? নিমতিতা-বিস্ফোরণে চড়ছে রাজনৈতিক পারদ - Jakir Hossain injured

By

Published : Feb 19, 2021, 10:12 PM IST

বুধবার রাতে দলীয় কর্মসূচি সেরে কলকাতায় আসছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । সঙ্গে অনুগামীরাও ছিলেন । হঠাৎ বিস্ফোরণ । চারিদিক অন্ধকার । চিৎকার । কান্নার রোল । গুরুতর জখম হন মন্ত্রী । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে জঙ্গিপুর হাসপাতাল থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাঁকে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । এদিকে বিস্ফোরণের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । মুখ্যমন্ত্রীর অভিযোগ, হত্যার পরিকল্পনা করা হয়েছিল মন্ত্রীকে । বিস্ফোরণে বিজেপির ষড়যন্ত্র দেখছেন মদন মিত্রও । তৃণমূলের অভিযোগকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন না লকেট চট্টোপাধ্যায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । বিস্ফোরণের তদন্তের জন্য গতকালই অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিআইডি। আজ সকালে পাঁচ সদস্যের ফরেন্সিক দল নিমতিতা স্টেশনেও আসে । রক্তমাখা স্টোনচিপ সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা । দলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ? নাকি দলনেত্রীর অভিযোগই ঠিক, তা পরিষ্কার হবে তদন্তের অগ্রগতির সাথে সাথে ।

ABOUT THE AUTHOR

...view details