দোরগোড়ায় 21-এর নির্বাচন, শিলিগুড়িতে শুরু রুটমার্চ - আজ থেকে শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে পুলিশ
দোরগোড়ায় 2021-এর বিধানসভা নির্বাচন । এই পরিস্থিতিতে শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই তৎপর শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । শুরু করা হয়েছে রুটমার্চ ৷ আজ থেকে শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে পুলিশ । আজ শিলিগুড়ি পৌরনিগমের 4 ও 5 নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর, জ্যোতিনগর, বর্ধমান রোডের মতো স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশেই শুরু করা হয়েছে রুটমার্চ।
TAGGED:
শিলিগুড়িতে শুরু রুটমার্চ