প্রার্থী তালিকায় নাম নেই, ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন মৈনুদ্দিন শামস - Moinuddin Shams
প্রার্থী তালিকায় নাম না আসায় ফেসবুকে লাইভ করে কান্নায় ভেঙে পড়লেন নলহাটি বিধানসভা বিদায়ী বিধায়ক মৈনুদ্দিন শামস। তাঁর অভিযোগ, "আমি মুসলমান বলে প্রার্থী করা হয়নি"। এমনকি, নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি । ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিন বীরভূমের ১১ টি বিধানসভার মধ্যে দুবরাজপুর ও নলহাটি বিধানসভায় বিদায়ী বিধায়কদের এবার প্রার্থী করা হয়নি।