চা খেয়ে ভাঁড়ের মতো নন্দীগ্রামকে ফেলে দিয়েছেন, শুভেন্দু-মমতাকে কটাক্ষ মীনাক্ষীর - বিধানসভা নির্বাচন 2021
"চা খেয়ে ভাঁড়ের মতো নন্দীগ্রামকে ফেলে দিয়েছেন দুজনই ।" নন্দীগ্রামে তাঁর বিপক্ষে দাঁড়ানো দুই হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনই বললেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় । নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে বিজেপির তরফ থেকে মনোনয়নপত্র জমা দেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী । সেখানে বামেরা ভরসা রেখেছে তরুণ রক্ত মীনাক্ষী-র উপর । নন্দীগ্রাম থেকে সিপিআইএমের প্রতীকে নির্বাচনে লড়ার জন্য মীনাক্ষী মুখোপাধ্যায় আজ মনোনয়ন জমা করেন হলদিয়া মহাকুমার শাসক দফতরে । এরপর তাঁর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে এসে রেয়াপাড়া থেকে টেঙ্গুয়া মোড় পর্যন্ত মিছিল করেন মীনাক্ষী । তিনি বলেন , পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই । চাকরি নেই । নতুন সরকার আনতে হবে সেই জন্য ।