বামপন্থীদের কাছে ভোট ভিক্ষা মমতার ? - west bengal vote 2021
আজ ইস্তাহার প্রকাশের আগে বামফ্রন্টদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী । কার্যত একটি হাত বাড়িয়ে বামপন্থীদের ভোট চেয়ে নেন তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন যে বামপন্থীরা বিজেপিকে ভোট দিতে চাইছেন না, তাঁদের আবেদন করা হচ্ছে অন্য দলে ভোট দিয়ে নষ্ট না করে যেন তৃণমূলকে ভোট দেন । কারণ অন্য দল ক্ষমতায় আসবেন না, তাই সেখানে ভোট দেওয়া নষ্ট । এদিন সকলকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়ার বার্তা দেন তিনি ।