নাগরিকত্ব নিয়ে বিজেপির ভাঁওতা বুঝে গেছে মতুয়ারা : মমতাবালা - দুর্গাপুর
ফের একবার বিজেপিকে কটাক্ষ মতুয়া সংঘের সভাধিপতি মমতাবালা ঠাকুরের ৷ এদিন তিনি বলেন, "বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিয়েছে ৷ মতুয়ারা বুঝে গেছে ৷" পাশাপাশি এদিন তিনি বলেন, "মতুয়ারা ওদের সঙ্গে নেই । অমিত শাহ যেদিন আসেন আমি সেদিন ঠাকুরবাড়িতেই ছিলাম । মতুয়াদের দু-একটি দল এসেছিল কিন্তু তাঁরা চলেও যান । অমিত শাহ বলেন করোনার প্রতিষেধক নেওয়া শেষ হলে দেখবেন । আসলে তাঁদের কাছে কিছুই নেই তাঁরা নিঃশর্ত নাগরিকত্ব দেবেন কী করে ?"