"খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি..." - মিঠুন চক্রবর্তীকে পাল্টা দিলেন মদন মিত্র
আজ মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী ৷ চাচাঁছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলকে ৷ তার পালটা দিয়ে মদন মিত্র বলেন, " এই বলে আমাকে ভয় দেখাবেন না ৷ “আমার নাম মদন মিত্র ৷ আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি খবর তৈরি করি ৷” গাজোলে আদিবাসী জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে এভাবেই পাল্টা আক্রমণ করলেন মদন মিত্র ৷ পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন," মারব এখানে, পড়বে পাশের রাজ্যে ৷ ভারতীয় জনতা পার্টি এবার হারবে পশ্চিমবাংলায় ৷ " সভায় উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সর্বভারতীয় সভাপতি সালখান মুর্মু, ঝাড়খন্ড দিশম পার্টির সর্বভারতীয় সভাপতি সুমিত্রা মুর্মু, রাজ্য নেত্রী পানমুনি বেসরা, রাজ্য সভাপতি মোহন হাঁসদা, তৃণমূলের প্রথম সারির নেতা রবীন্দ্রনাথ ঘোষ, মদন মিত্র সহ জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও গাজোল বিধানসভায় তৃণমূলের প্রার্থী বাসন্তী বর্মন ৷