পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পেট্রল , ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদী মিছিল বাম-কংগ্রেসের - west bengal assembly election 2021

By

Published : Mar 8, 2021, 10:17 PM IST

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করল বাম-কংগ্রেস জোট। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং জেলা বামফন্টের চেয়ারম্যান তথা সিপিআইএম জেলা সম্পাদক অপূর্ব পাল। আজ বিকেলে এই প্রতিবাদ মিছিল শুরু হয় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে ৷ শহরের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ের গান্ধি মূর্তির পাদদেশে গিয়ে তা শেষ হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, "কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার এবং রাজ্যের স্বৈরাচারী সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রল , ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি করেই চলেছে ৷ তারা ভোট নিয়েও রাজনীতি করছে । মানুষের এই দুর্বিষহ অবস্থার জন্যই বাম-কংগ্রেস লড়াই করছে । ভোট শুরু হলেও এই ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন চলবে।"

ABOUT THE AUTHOR

...view details